Title
#ডিএনসি_চাঁদপুর #মোট১১০_পিস_ইয়াবা_উদ্ধার #আনুমানিক_মূল্য_৫৫হাজার_টাকা। #চাদপুর_থানাধীন_চেয়ারম্যাঘাট_জিটিরোড_এলাকা #এক_মাদক_ব্যবসায়ী_গ্রেফতার
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ অভিযানের ৫মদিনে ২৮অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার ১২.৩০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকায় পর্যন্ত সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপৃর সদর থানাধীন চেয়ারম্যান ঘাট জিটিরোড অাসামীর নিজ দখলীয় বসতঘরে পুলিশের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীঃ-
মোঃ শাওন পাটোয়ারী (২৮)গ্রেফতার
পিতা-মৃত রাজ্জাক পাটোয়ারী ,
মাতা-অামেনা বেগম কে ১১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান বাদীহয়ে চাঁদপুর সদর মডেলথানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।