Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ডিএনসি চাঁদপুর মোট ৭৮০ পিস ইয়াবা উদ্ধার আনুমানিক মূল্য ৩লক্ষ ৯০ হাজার টাক হাজিগঞ্জ থানাধীন বাকিলা এলাকাহতে ৭০০পিস কচুয়া থানাধীন কোয়াগ্রাম ও কার্তিক পোদ্দার এলাকা হতে ৮০পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৬ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ মঙ্গলবার,১৮.৩০ ঘটিকা হতে ২২.০০ ঘটিকায় পর্যন্ত সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম ও হাজিগঞ্জ থানাধীন বাকিলা পশ্চিম বাজারস্থ হাওলাদার সেনেটারী টাইল্স এন্ড হার্ডওয়ার দোকানের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীঃ-
১। মোঃ শওকত(২৩)গ্রেফতার
পিতা-মোঃ আলাউদ্দিন,মাতা-ফাতেমা বেগম কে ৭০০(সাতশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম বাদী হয়ে হাজিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
#পরবর্তীতে কচুয়া থানাধীন কোয়া গ্রামস্থ কার্তিক পোদ্দারের বাড়ির সামনে রাস্তার উপর ও কচুয়া উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীগণ যথাক্রমে
২। মোঃ শাহ আলম (২৭),পিতা মোঃ সুলতান,মাতা - সায়েরা বেগম
৩। মোঃ শাহাদাত হোসেন বাপ্পি (২৪),পিতা- মোশাররফ কাজব,মাতা- রোমেনা বেগম
৪। সাকিব কাজি( ২২),পিতা-মোঃ লিটন মিয়া,মাতা- রুনা বেগম,
৫। মোঃ শরিফ খান(৩৫),পিতা- আব্দুল অালী খান, মাতা- মাজেদা বেগম
৬। সুমন চন্দ্র দাস( ৩৫), পিতা- সুনিল চন্দ্র দাস,মাতা- ভুলন রানী দাস
৭। মোঃ মাহবুবর রহমান(২৭), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- মৃত নুরজাহান বেগম কে যথাক্রমে (২৫+২০+১০+১৫+৫+৫)=মোট ৮০( আশি) পিস সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান ও উপপরিদর্শক জনাব মোহাম্মদ মজিবর রহমান বাদীহয়ে কচুয়া থানায় পৃথক ২টি নিয়মিত মামলা ও সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলম মহোদয় হাজিগঞ্জ থানায় ১টি মামলা দায়েরসহ মোট ৩ টি মামলা দায়ের করেন।
 
ডিএনসি চাঁদপুর মোট ৭৮০ পিস ইয়াবা উদ্ধার আনুমানিক মূল্য ৩লক্ষ ৯০ হাজার টাক হাজিগঞ্জ থানাধীন বাকিলা এলাকাহতে ৭০০পিস কচুয়া থানাধীন কোয়াগ্রাম ও কার্তিক পোদ্দার এলাকা হতে ৮০পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Images
Attachments
Publish Date
26/10/2021
Archieve Date
31/12/2022