Title
#মাদকও_জঙ্গিবাদ_বিরোধী_সচেতনতা_মুলক_সাংস্কৃতিক_ #অনুষ্ঠান
Details
২৮/১০/২০২১ ইং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুর জেলার বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হয়। সম্মানিত জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাদপুরের সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম, জনাব রঞ্জিত রায় চৌধুরী পাবলিক প্রসিকিউটর চাঁদপুর,জনাব অজয় কুমার ভৌমিক জেলা স্কাউট সম্পাদক চাঁদপুর।
অনুষ্ঠানের শেষে শিল্পকলাএকাডেমির শিল্পিদদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব এম আর ইসলাম বাবু ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সুদীপ্ত চাঁদপুর মহোদয়।