Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
২১ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক কচুয়া থানাধীন ডুমুরি গ্রামস্থ মসজিদবাড়ী এলাকা হতে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২১/১০/২০২১ খ্রিঃ তারিখ সকাল ৭.০০ ঘটিকা হতে ৭.৩০ ঘটিকা পর্যন্ত সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর টীম কচুয়া থানাধীন ডুমুরিয়া গ্রামের মসজিদ বাড়িস্থ আসামীর বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামির নিজ দখলীয় বসতঘর ও দেহ তল্লাশি করে আসামী মোঃ শাহিন(৪৪),গ্রেফতার,স্বামী -পিতা-মৃত আলি আজগর ,মাতা-নুরুন হুদাকে ২০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক উক্ত আসামী আরো ২ বার মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক জনাব মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়। কচুয়া থানার মামলা নং-১২,তারিখ-২১/১০/২০২১ইং। #অভিযান_চলছে_চলবে
Images
Attachments
Publish Date
21/10/2021
Archieve Date
01/01/2022