বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৬ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ মঙ্গলবার, সকাল ৬.০০ ঘটিকা হতে ৭.৩০ ঘটিকায় পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর গঠিত রেডিং টীম, ফরিদগঞ্জ থানাধীন শ্রীকালিয়া গ্রামের তহবিল সওদাগর বাড়ি ও সওদাগর বাড়িস্থ আসামিদ্বয়ের নির্দলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি৷ ঃ-
১। মোঃ ফয়সাল আহমেদ রনি(৩৫)গ্রেফতার, পিতা-জাহাঙ্গীর সওদাগর ,মাতা-মৃত মমতাজ বেগম এর দেহ ও বাসা তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তারই তথ্যমতে
২। মোঃ কাঞ্চন(৩৬),গ্রেফতার,পিতা -তকবিল সওদাগর মাতা- রওশন আরা বেগম এর দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সর্বমোট (১০২+১০৫)=২০৭(দুইশত সাত) পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে যথাক্রমে পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান ও উপপরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় পৃথকভাবে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।