Title
#ডিএনসি_চাঁদপুর #চাঁদপৃর_সদর_মডেল_থানাধীন #নিউট্রাক_রোড_বটতলা_এলাকায় #৬০০গ্রাম_গাঁজাসহ #এক_মাদক_ব্যবসায়ী_গ্রেফতার
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৫/১০/২০২১ খ্রিঃ তারিখ সকাল ৭.৩০ ঘটিকা হতে ৮.০০ ঘটিকা পর্যন্ত সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর থানাধীন নিউ ট্রাক রোড বটতলা পালপাড়া এলাকায় পোদ্দার বাড়িস্থ আসামির বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামির নিজ দখলীয় বসতঘর ও দেহ তল্লাশি করে আসামী মোঃ আলিপুর জামান (৪৭) গ্রেফতার,পিতা-আঃ আলী ,মাতা-আমেনা বেগমকে ৬০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক জনাব মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।