Title
০৩ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখে ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর থানাধীন শ্রীরামপুর বহরিয়া এলাকাহতে ১কেজি গাঁজাও ৫০পিস ইয়াবাসহ ১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আলামতের আনুমানিক মুল্য ৬৫হাজার টাকা।
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ বুধবার বিকাল ১৭.০০ ঘটিকা হতে ১৭.৩০ ঘটিকায় পর্যন্ত সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম ও চাঁদপৃর সদর মডেল থানাধীন শ্রীরামপুর বহরিয়া গ্রামস্থ গাজি বাড়িস্থ আসামীর নিজদখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীঃ- মোঃ শাহাজাহান গাজি (৪৮), পিতা-মোঃমৃত হাকিম গাজি , মাতা-মৃত ফাতেমা বেগমকে ১(এক)কেজি গাঁজা ও ৫০(পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে উপপরিদর্শক জনাব মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।