#ডিএনসি_চাঁদপুর #শাহরাস্তি_থানাধীন_সেনগাঁও_এলাকাহতে #১কেজি_গাঁজা ও #হোসেনপুর_গ্রামের_নোয়াপড়া_এলাকাহতে_ #১০পিস_ইয়াবাসহ #১_মাদক_ব্যবসায়ী_গ্রেফতার #১জন_পলাতক #অালামতের_অানুমানিক_মুল্য_৪৫হাজার_৫শতটাকা।
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩০অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ শনিবার সকাল ৭.০০ ঘটিকা হতে ৯.০০ ঘটিকায় পর্যন্ত সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম ও শাহরাস্তি থানাধীন সেনগাঁও গ্রামের অাকরাম উদ্দিন হাজি বাড়িস্থ আসামী মোঃ জামাল উদ্দিন এর নিজদখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীঃ-
১। মোঃ জামাল (৪৯) পলাতক, পিতা-মোঃমৃত সিরাজুল ইসলাম , মাতা-মানজুমা বেগম কে ১(এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়
#পরবর্তীতে সকাল ৮.৩০ হতে ৯.০০ ঘটিকায় শাহরাস্তি থানাধী হোসেনপুর গ্রামের নোয়াবাড়ি গাউছিয়া মাদ্রাসা রোডস্থ আসামীর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীঃ-
২। মোঃ শরিফ আহমেদ (২৬) গ্রেফতার, পিতা-দেলোয়ার হোসেন,মাতা - শেফালী বেগমকে ১০(দশ) পিস সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলম ও উপপরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় পৃথক পৃথক ভাবে ২টি নিয়মিত মামলা দায়ের করেন।