Title
২ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জস্থ প্রাইমারি টিচার্স ইন্সটিটিউট এর সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫(পনের) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখ শনিবার ৭.৩০ ঘটিকা হতে ০৮.০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জস্থ প্রাইমারি টিচার্স ইন্সটিটিউট এর সামনে কুমিল্লা টু চাঁদপুর সড়কের উপর বোগদাদ নামীয় বাসের ভিতর হতে ১) ভারতী মন্ডল (৩৫), স্বামী- মৃত গোবিন্দ বর, পিতা-মৃত নিতাই মন্ডল, মাতা- সরস্বতী মন্ডল, থানা- মুকছেদপুর, জেলা- গোপালগঞ্জ কে ১(এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০,০০০/-। উক্ত মামলায় উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
দিনের অপর অভিযানে ০৯.০০ ঘটিকা হতে ০৯.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন বাবুরহাট কুমিল্লা টু চাঁদপুর রোডস্থ মোঃ সেলিম শেখের কলার আড়ৎ এর উত্তর পাশে রাস্তার উপর হতে মোঃ শের আলম ভূইয়া(৪০), পিতা- মৃত আব্দুল আলী ভূইয়া, মাতা- রোকেয়া বেগম, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর কে ১৪(চৌদ্দ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৫,৬০,০০০/-। উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।