Title
২৫ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক কচুয়া থানাধীন জগতপুর পূর্ব বাজারস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফিনসিডিল এবং ১১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ সোমবার ১০.০০ ঘটিকা হতে ১০.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম কচুয়া থানাধীন জগতপুর পূর্ব বাজারস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ নুরনবী প্রঃ নবী(২৫), পিতা- মোঃ জয়নাল আবেদীন প্রঃ জসীম, মাতা- হোসনেয়ারা প্রঃ আয়শা আক্তার এবং ২নং আসামী হোসেন বেপারী (২৩), পিতা- মৃত বালা মিয়া বেপারী, মাতা- লাইলী বেগম উভয়কে ৯৯ বোতল ফিনসিডিল এবং ১১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,১৯,০০০/-। উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।