সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান এর ২য় দিনে আজ ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ বুধবার ২০.০০ ঘটিকা হতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত উপ পরিদশর্ক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন কমালাপুর গ্রামের সৈয়াল বাড়ীস্থ আসামীদের নিজ দখলিয় বসতঘর হতে ১নং আমাসী সাজেদা বেগম (৪০), স্বামী-মোঃ হাফেজ সৈয়াল, পিতা- মৃত ইমান উদ্দিন শেখ, মাতা- রাশিদা বেগমকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও নগদ ৪২,০০০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ২নং আসামী মোঃ হাফেজ সৈয়াল প্রঃ ভান্ডারী(৫২), পিতা- মৃত ছায়েদ সৈয়াল, মাতা- মৃত ফিরোজা বেগম রেইডি পার্টির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থ হতে দ্রুত পালিয়ে গেলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই বিষয়ে উপ পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS