Title
২৩ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখে ডিএনসি চাঁদপুর কর্তৃক মতলব দক্ষিণ থানাধীন ঘিলাতলী ও পাঁচঘড়িয়া গ্রাম হতে ৬৫০(ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ও ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ ২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৩ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ বুধবার সকাল ০৬.৩০ ঘটিকা হতে ০৭.০০ ঘটিকায় পর্যন্ত পরিদশর্ক জনাব মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম মতলব দক্ষিণ থানাধীন ঘিলাতলী গ্রামস্থ আমজাদ তালুকদার বাড়ীস্থ আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে আসামী মোঃ রহমত আলী (৪৩), পিতা- মৃত সিরাজুল ইসলাম তালুকদার, মাতা- গোলাফী বেগম কে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
#পরবর্তীতে সকাল ০৮.০০ ঘটিকা হতে ০৮.৩০ ঘটিকা পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মতলব দক্ষিণ থানাধীন পাঁচঘড়িয়া গ্রামের খান বাড়িস্থ আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে আসামী মোঃ আওলাদ খান (৪১), পিতা- মোঃ মমিন খান, মাতা- আফরোজা বেগম কে ৬৫০(ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অপর একটি নিয়মিত মামলা দায়ের করেন।