Title
২২ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক কচুয়া থানাধীন খাজুরিয়া বাস ষ্ট্যান্ড সংলগ্ন মেসার্স খাজা ফিলিং স্টেশন এর সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও ৬(ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২২ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ মঙ্গলবার ০৯.০০ ঘটিকা হতে ০৯.৩০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন খাজুরিয়া বাস ষ্ট্যান্ড সংলগ্ন মেসার্স খাজা ফিলিং স্টেশন এর সামনে উত্তর পাশে রাস্তার উপর কুমিল্লা হতে চাঁদপুর অভিমুখী কুমিল্লা -থ- ১২-৭৫১৪ নম্বরের সিএনজি গাড়ির ভিতরে বসা অবস্থায় আসামি সোহেল (৪০), পিতা-মৃত সানোয়ার হোসেন, মাতা- মৃত নুরজাহান বেগম, স্থায়ী সাং- দড়িসোনাকান্দা (মুন্সি বাড়ী), থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ কে ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও ৬(ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা । উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি উক্ত মাদকদ্রব্য কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিল। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।