Title
২২ আগস্ট, ২০২২ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১(এগারো) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ২২ আগস্ট, ২০২২ খ্রিঃ তারিখ সোমবার ২১.০০ ঘটিকা হতে ২১.৩০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডস্থ শ্যামল শীল এর সেলুনের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী
০১। মোঃ মাঈনুদ্দিন (২৪), পিতা- মোঃ মিজানুর রহমান, মাতা- রিনা বেগম, সাং- দক্ষিণ আলগী(বরকন্দাজ বাড়ী), ৫নং রামপুর ইউনিয়ন, ০৯নং ওয়ার্ড, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর এবং ০২। মোঃ কামাল মিয়াজী (৩০), পিতা- লোকমান মিয়াজী, মাতা- জাকিয়া বেগম, সাং- ইসলামপুর (দেওর বাড়ী), ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর উভয়কে ১১(এগারো) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা । উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।