Title
২১ নভেম্বর ২০২১খ্রিঃ তারিখে ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক জন মাদক সেবী গ্রেফতার ও ০৩ (তিন) মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২১ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ রবিবার দুপুর ১৩.৪০- ১৪.১০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক পরিচালিত চাঁদপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুরুল মোর্শেদ মহোদয়ের নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন মিশন রোড শহীদ মিনার এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- মোঃ শাহজাহান গাজীকে ৩০ (ত্রিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সম্মানিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে মাধ্যমে গ্রেপ্তারকৃত মাদকসেবিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
পরবর্তীতে সম্মানিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আলামত ধ্বংস করা হয়েছে।