Title
১৯ মে, ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক হাজীগঞ্জ থানাধীন এনায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১টি প্রাইভেট কার, ৩৯০(তিনশত নব্বই) বোতল ফেনসিডিল ও ২৭ (সাতাশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ১৯ মে, ২০২৩ খ্রিঃ তারিখ শুক্রবার ১৭:২০-১৮:০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন এনায়েতপুর বাস স্ট্যান্ড
এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১) মাসুদ পারভেজ সুমন (৩৪) গ্রেফতার, পিতা- মোঃ শহীদ, মাতা- পারুল বেগম, সাং-চরজসুরগাঁও, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুরকে ১টি প্রাইভেট কার, ৩৯০(তিনশত নব্বই) বোতল ফেনসিডিল ও ২৭ (সাতাশ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।