Title
১৭ নভেম্বর ২০২১খ্রিঃ তারিখের ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর মডেল থানাথীন দক্ষিণ তরপুরচন্ডি গ্রামস্থ কাজী বাড়ি হতে ২০০(দুইশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ বুধবার, সকাল ০৭.০০ হতে ০৭.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক জনাব মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাথীন দক্ষিণ তরপুরচন্ডি গ্রামস্থ কাজী বাড়ির আসামী এর নিজ দখলীয় বসতঘর হতে আসামী মোঃ কাউছার কাজী (২৬) গ্রেফতার, পিতা- মোঃ সেলিম কাজী, মাতা- আমির জান বেগম কে ২০০(দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।