Title
১৫ মে ২০২৪ তারিখ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাদকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।
Details
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাদকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৫ মে ২০২৪ তারিখ মাদকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফাতিমা সুলতানা, উপজেলা নিবার্হী অফিসার, মাতলব দক্ষিণ, চাঁদপুর।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর
রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী, প্রধান শিক্ষক, মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।
উপজেলা নিবার্হী অফিসার ছাত্রদেরকে সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত থাকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি সভার শুরুতেই মাদকের ভয়াবহতা রোধকল্পে এর নির্মূল কৌশল সর্ম্পকিত কীনোট পেপার উপস্থাপন করেন। তিনি মাদকদ্রব্যের পরিচিতি, মাদকাসক্তি, মাদকের কুফল, মাদকের ভয়াবহতা, মাদক পাচারের রুট, মাদককে না বলার কৌশল ইত্যাদি বিষয়ে সম্যক ধারনা দেন। এছাড়া পরিশেষে সভাপতি শপথ বাক্য পাঠ করিয়ে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভা শেষ করেন।