Details
সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখ রবিবার ১০.০০ ঘটিকা হতে ১০.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক জনাব মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পস্থ ( গুচ্ছ গ্রাম) আসামীর নিজ দখলীয় বসতঘর হতে হৃদয় সরকার প্রঃ শংকর(৩০), পিতা- মৃত জয়দেব সরকার, মাতা- সিবানী রানী, সাং- ঘোড়ামারা আশ্রযন প্রকল্প(গুচ্ছ গ্রাম) চাঁদপুর পৌরসভা, ১৩ নং ওয়ার্ড,থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর কে ২০(বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১০,০০০ টাকা। এই বিষয়ে উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।