Details
সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখ শনিবার ২০.৩০ ঘটিকা হতে ২১.০০ ঘটিকা পর্যন্ত উপ- পরিদশর্ক জনাব মোহাম্মদ মজিবর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন মিশন রোড মোড়স্থ চাঁদ কনফেকশনারীর সামনে হতে মোঃ ফারুক খাঁন (২৬), পিতা- মোঃ আলম খাঁন, মাতা- রানু আক্তার, সাং-নয়ারহাট, গোবিন্দপুর (বেপারী বাড়ী),থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর কে ৪২(বিয়াল্লিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২১,০০০ টাকা। এই বিষয়ে উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।