Title
২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর মডেল থানাধীন ৩নং কয়লাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনায় ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২২ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ বুধবার ১২.০০ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন ৩নং কয়লাঘাটস্থ মানিক শীল এর সেলুন দোকানের সামনে পূর্ব পাশে রাস্তার উপর হতে মোঃ সেলিম সিকদার (৩০), পিতা- রেজু সিকদার, মাতা- মৃত সরুফা বেগম প্রঃ মারুফা কে ২৬০ (দু্ইশত ষাট) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১০,৪০০/-। উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।