Title
১১ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোডের মাথায় কুমিল্লা-চাঁদপুর রোডের উত্তর পাশে সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৮ (আট) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ১১ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখ সোমবার ১৪.০০ ঘটিকা হতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোডের মাথায় কুমিল্লা-চাঁদপুর রোডের উত্তর পাশে সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাত হোসেন (১৯), পিতা- মোঃ নাজমুল হক, মাতা- জিনিয়ারা বেগমকে ৮(আট) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা । উক্ত মামলায় উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অভিযান চলমান থাকবে।