Title
১০ মে, ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক ফরিদগঞ্জ থানাধীন হাঁসা গ্রামস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১ (এগারো) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ১০ মে, ২০২৩ খ্রিঃ তারিখ বুধবার ৮.৩০-০৯:০০ ঘটিকা ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানাধীন হাঁসা গ্রামস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আনিচুর রহমান (৩৪),
পিতা- মোঃ নফোর মোল্যা, মাতা- মোসঃ আছিয়া বেগম, স্থায়ী সাং- পঁচাশিপাড়া (মোল্যা বাড়ী), থানা-দশমিনা, জেলা-পটুয়াখালীকে ১১ (এগারো) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন, বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।