Title
১০ মে, ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর গোবিন্দিয়া গ্রামস্থ হরিনা চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১টি প্রাইভেট কার ও ৩৪৫০ (তিন হাজার চারশত পঞ্চাশ) ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ১০ মে, ২০২৩ খ্রিঃ তারিখ বুধবার ২০:২০-২১:০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর গোবিন্দিয়া
গ্রামস্থ হরিনা চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মুরাদ (৩৩) গ্রেফতার, পিতা-মৃত মোঃ দেলোয়ার, মাতা-মৃত ছেনোয়ারা বেগম, সাং-মাইজপাড়া, দক্ষিণ মধ্য হালিশহর (রাজ্জাক মহাজনের বাড়ী), থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম কে ১টি প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ-১১-১৫৩৫) ও ৩৪৫০ (তিন হাজার চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।