Title
dnc chandpur anti- drag oparetion.
Details
সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৯ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখ বুধবার ২০.৩০ ঘটিকা হতে ২১.০০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব দক্ষিণ থানাধীন পূর্ব কলাদি টিএন্ডটি রোডস্থ খান স্টোর নামীয় মুদি দোকানের সামনে থেকে মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা- মোঃ আবুল বাশার, মাতা- মালতি বেগম, সাং-পেয়ারীখোলা, মতলব দক্ষিণ, চাঁদপুর কে ৩০০ (তিনশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-। এই বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।