Title
০৩ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখে ডিএনসি চাঁদপুর কর্তৃক ফরিদগঞ্জ থানাধীন মানিকরাজ গ্রামের রিফুজী বাড়ি হতে ১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details
বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৩ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ শুক্রবার, সকাল ০৭.০০-০৭.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম ফরিদগঞ্জ থানাধীন মানিকরাজ গ্রামের রিফুজী বাড়ীস্থ আসামীর নিজ দখলীয় বসতঘর হতে আসামী মোঃ আব্দুল মান্নান গাজী (৩২), পিতা- মৃত মোঃ আলফু গাজী, মাতা - আনোয়ারা বেগম কে ৩০ ( ত্রিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।