বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশজুড়ে সর্বসাধারণকে শপথ পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) বিকালে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। চাঁদপুর জেলার জেলা স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরসহ চাঁদপুর জেলার অন্যান্য অফিস সমূহ এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণ। লাল-সবুজের পতাকা হাতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই পাঠ করেছেন এই শপথ। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের নেতৃত্বেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা/কর্মচারী শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শপথ বাক্য পাঠ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS