Title
ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইনে প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে বক্তব্য প্রদান।
Details
মতলব উত্তর উপজেলায় আয়োজিত ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইনে প্রশিক্ষণার্থীদের মাঝে বিশেষ অতিথি হিসেবে মাদকের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন জনাব মো: এমদাদুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী শরিফুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মতলব (উত্তর)। সভায় সভাপতিত্ব করেন জনাব তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা, চাঁদপুর। সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর বলেন, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারে।
এ সময় মাদকবিরোধী স্লোগান সম্বলিত মাস্ক, স্কেল ও জ্যামিতি বক্স প্রদান করা হয়।