Details
অদ্য ২১/০৫/২০২৫ তারিখ অমৃত দেব নাথ মহোদয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, চাঁদপুর সেনা ক্যাম্প ও জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর উপ-পরিদর্শক জনাব মোঃ তরিকুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টীম চাদঁপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকরিবোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ হোসেন (৫৫), পিতা- মৃত আঃ মজিদ দর্জি, মাতা-মৃত চান বানু, সাং- বড় স্টেশন দর্জি বাড়ী, ওয়ার্ড নং-০৭,চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর কে কাগজে মোড়ানো গাঁজা মোট ওজন ৫০ (পঞ্চাশ) গ্রাম এবং গাঁজা সেবনে ব্যবহৃত মাটির কলকি ০১টি ও কাচি ০১টি, ওজন পরিমাপের মেশিন সহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে উপ-পরিদর্শক জনাব মো: তরিকুল ইসলাম প্রসিকিউসন রিপোর্ট দাখিল করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১৫(পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০(একহাজার) টাকা অর্থ দন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন