Details
অদ্য ১৮/০৫/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর উপ-পরিদর্শক জনাব মোঃ তরিকুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টীম ফরিদগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় মাদকরিবোধী অভিযান পরিচালনা করে আসামি আঃ রহমান (২৮) গ্রেফতার , পিতা:মোঃ লোকমান , সাং:উঃ কাছিয়াড়া(কালাম মিজি বাড়ি), ফরিদগঞ্জ , চাঁদপুরকে ১২২ (একশত বাইশ) পিছ ইয়াবা ও মাদকবিক্রয় কাজের ব্যবহারিত ৫ টি মোবাইল সেট সহ গ্রেফতার করা হয়।
অতঃপর ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ২৬(১) ধারায় উপ পরিদর্শক জনাব মো তরিকুল ইসলাম বাদী হয়ে ০১(একটি) নিয়মিত মামলা দায়ের করেন।