Details
১১/১২/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টীম শাহরাস্তি থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (২৪), পলাতক, পিতা-মো. আবু তাহের, মাতা-হোসনে আরা বেগম, সাং- শাহরাস্তি পৌরসভা, শাহরাস্তি, চাঁদপুরের বসতঘর থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর আরেক মাদকবিরোধী অভিযানে শাহরাস্তি উপজেলার মাদক ব্যবসায়ী মিসেস তাছলিমা আক্তার (২৮), স্বামী-মো. শরীফ মিয়া, পিতা-মৃত আবুল কাশেম, সাং-সুয়াপাড়া দক্ষিণ, শাহরাস্তি পৌরসভা, শাহরাস্তি, চাঁদপুরকে ০৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অতঃপর শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম পৃথক ২টি মামলা দায়ের করেন।