Details
০২/০২/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বাপ্পী দত্ত রনি মহোদয় এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম কচুয়া থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে ০১ জন
আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন।
দিনের আরেক সফল অভিযানে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন মাদকব্যবসায়ী মো: মিজানুর রহমান (৪৮) পলাতক, পিতা: মৃত আলী আকবর, সাং: কবিরাজ বাড়ি, উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুর এর বসতঘর থেকে ২৫(পচিঁশ) পিস ইয়াবা ও ৪০০(চারশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অতঃপর কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম ১টি নিয়মিত মামলা দায়ের করেন।