Title
ডিএনসি চাঁদপুর কর্তৃক হাইমচর এবং ফরিদগঞ্জ থানাধীন বিভিন্ন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজা এবং ২৫ পিস ইয়াবসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
Details
০৪/০৩/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম হাইমচর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর আলম (৫৩), পিতা-মৃত ইসমাইল ভূঁইয়াকে আটক করে ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদশর্ক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
দিনের অপর আরেক অভিযানে পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম ফরিদগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতা-মৃত আব্দুল জলিলকে আটক করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদশর্ক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।