Title
ডিএনসি চাঁদপুর কর্তৃক শাহরাস্তি মডেল থানাধীন আলীপুর গ্রামের চুলের বাড়ীস্থ আসামীর নিজ দখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
Details
২১/০২/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম শাহরাস্তি মডেল থানাধীন আলীপুর গ্রামের চুলের বাড়ীস্থ আসামীর নিজ দখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ গিয়াস উদ্দিন (৬৫), পিতা-মৃত ইদ্রিস মিয়া, মাতা-মৃত করফুলের নেছা, স্থায়ী সাং-আলীপুর, থানা-শাহরান্তি, জেলা-চাঁদপুরকে আটক করে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদশর্ক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।