Title
০৫/০২/২০২৪ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ০৩ (তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
Details
০৫/০২/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইকবাল হোসেন (৩০) গ্রেফতার, পিতা-মৃত হাবিবুর রহমান-কে আটক করে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদশর্ক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।