Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর থানাধীন হরিনাঘাট চৌরাস্তা মাঠের সামনে রাস্তার উপর মাদক‌বি‌রোধী টাস্কফোর্স অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ০৪জন মাদক আন্তজেলা পাচারকারীকে ৫৪ কেজি গাঁজা, ১টি মিনি পিকআপ গাড়ি ও অন্যান্য আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
Details
২২/১১/২০২৩ তা‌রিখ বেলা ১১.৩০ থেকে ১২.৩০ টায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকারিয়া হোসেন মহোদ‌য়ের নেতৃ‌ত্বে সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, চাঁদপুর ও কোস্ট গার্ড, চাঁদপুরের সমন্ব‌য়ে গ‌ঠিত টাস্কফোর্স টীম চাঁদপুর সদর থানাধীন হরিনাঘাট চৌরাস্তা মাঠের সামনে রাস্তার উপর মাদক‌বি‌রোধী টাস্কফোর্স  অ‌ভিযান প‌রিচালনা ক‌রে  
১) মো: সাগর আলী (২৬), পিতা: জসিম উদ্দিন, সাং লতিফপুর, থানা: নেমায়েতপুর, জেলা: নওগাঁ; 
২) রসুল মোড়ল (১৯),  পিতা: মৃত সাইফুল মোড়ল, সাং খানাইদিয়া, থানা: তালা , জেলা: সাতক্ষীরা; 
৩) মো: আনারুল হক (৩০),  পিতা: মৃত মোংলা আলী, সাং রসূলপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ; 
৪) মো: সাগর (২০),  পিতা: তোফাজ্জল হোসেন, সাং বিলরৌপুর, থানা: নেমায়েতপুর, জেলা: নওগাঁ নামীয় আসামিগণকে ৫৪ কেজি গাঁজা (তিনটি সিনথেটিক বস্তায় রক্ষিত), ১টি মিনি পিকআপ গাড়ি, ২টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইল সেটসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।   
পরে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারা এবং একই আইনের ২৬(১) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
Images
Attachments
Publish Date
22/11/2023
Archieve Date
22/11/2024