০৫/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ২০ঃ০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক জনাব এ,কে,এম দিদারুল আলম মহোদয়ের সার্বিক তত্বাবধান ও নির্দেশনায় এবং পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর থানাধীন উত্তর শ্রীরামদী যমুনা রোডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি জোনাকি বেগম (৩৭) এর নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে ১৫০(একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয় লব্ধ ৩৪,০০০/- টাকা উদ্ধার করা হয়।
আসামিঃ
জোনাকি বেগম(৩৭) গ্রেফতার,
পিতা-মৃত নাছির হাওলাদার
স্বামী- মোঃ সোহেল মিয়া
সাং-উত্তর শ্রীরামদী, যমুনা রোড (জোনাকির বাড়ী) ০৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা
থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
এ বিষয়ে পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
#অভিযান_চলছে_চলবে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS