Details
২৫/০৬/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় এর সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব আহসান হাবিব ও বাংলাদেশ সেনাবাহিনীর ফরিদগঞ্জ ক্যাম্পে ল্যাফটেন্যান্ট মাহফুজুর রহমান আশিক মহোদয় ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: নাসির উদ্দীনসহ ২০জন সদস্য সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর জেলার হাইমচর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আনোয়ার হোসেন গাজী (৩৫), পিতা- আলহাজ্ব আঃ লতিফ গাজী, মাতা- বেগম জান, সাং- পাড়া বগুলা (গাজী বাড়ী), ওায়ার্ড নং-০৮, ০৬নং চর ভৈরবী ইউপি, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর কে ৪০০(চারশত) পিস ইয়াবাসহ ও ইয়াবা বিক্রির সন্ধিগ্ন বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা-২২,১০০/-(বাইশ হাজার একশত) টাকা গ্রেপ্তার করা হয়।
অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণি ১০ (ক) ও ২৬(১) ধারায় পরিদর্শক জনাব আহসান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় ০১ (একটি) নিয়মিত মামলা দায়ের করেন।