০৯/১২/২০২১ স্বাস্থ্য বিধি মেনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক আয়োজিত বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব হতে সুরক্ষার লক্ষে মাদকবিরোধী আলোচনা সভা অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম কামরুল হাসান মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, অভিভাবকসহ ১০০-১১০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত ডিজিটাল স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS