ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণি ১০ (ক)
ঘটনার তারিখ ও সময়: ২৮/০৬/২০২৫ খ্রিঃ,
১ম আসামীর ঘটনাস্থল: চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পূর্ব কালচো গ্রামস্থ আসামী মোঃ মহিন উদ্দিন এর দখলীয় বসতঘর। জেলা-চাঁদপুর।
১ম আসামীর নাম ও ঠিকানাঃ মোঃমহিন উদ্দিন (৩৫), পিতা-মৃত মফিজুল ইসলাম , মাতা- রেহেনা বেগম , সাং- পূর্ব কালচো (ভূইয়া বাড়ী), ওায়ার্ড নং-০৮ ০৯নং কড়াইয়া ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।
১ম আসামির জব্দকৃত আলামত : অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, -১৭০০ (সতের শত) পিস; ওজন-১৭০ (একশত সত্তর) গ্রাম।
২য় আসামির ঘটনাস্থল : হাজিগঞ্জ থানাধীন হাজিগঞ্জ বাজারস্থ বিসমিল্লাহ জেনারেল হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার৷
২য় আসামির নাম ও ঠিকান :
মো: সেলিম, পিতা- আব্দুর রশিদ, সাং- হোয়াইকং নয়াপাড়া, ৫নং ওয়ার্ড, ০২ নং হ্নিলা ইউপি, থানা- টেকনাফ,জেলা- কক্সবাজার৷
২য় আসামির জব্দকৃত আলামত : অবৈধ মাদকদ্রব্য এমফিটামিনযুক ইয়াবা ট্যাবলেট ১২৫০( বারো শত) পিস সহ সর্বমোট আলামত (১৭০০+১২৫০)= ২৯৫০ (দুই হাজার নয়শত পঞ্চাশ) পিস৷
বাদী- মোঃ তাজুল ইসলাম, ইন্সপেক্টর , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর৷
কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বাপ্পি দত্ত রনি মহোদয় এবং বাংলাদেশ সেনাবাহিনী হাজিগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব ইমদাদুল হক মহোদয় সহ ২০ জন সেনা সদস্য৷
*** টস্কফোর্স অভিযান