শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর থানাধীন আক্কাস আলী রেলওয়ে একাডেমি এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০২ জন মাদক সেবিকে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
৩১/০১/২০২৪ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরে চাঁদপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: জাকারিয়া হোসেন মহোদয় এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর থানাধীন আক্কাস আলী রেলওয়ে একাডেমি এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসামী
১)
মো: লোকমান জমাদ্দার (৫৫), পিতা- মৃত মেহের জামাল জমাদ্দার, সাং- উত্তর গন্ডামারা ( জমাদ্দার বাড়ি), থান- হাইমচর, জেলা-চাদপুর;
২) মো: সাব্বির (৩০), পিতা- মৃত সাত্তার মাঝি, সাং- পশ্চিম বিষ্ণুদী ( মাঝি বাড়ি), থান- চাঁদপুর সদর, জেলা-চাদপুর উভয় আসামীকে সেবনরত অবস্থায় ৫+৫=১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে উভয় আসামীকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০+৫০০=১০০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।