শিরোনাম
২৫ জুন, ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর মডেল থানাধীন মোহনা সংলগ্ন মেঘনা নদীর কিনারে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ০১(এক) কেজি গাঁজাসহ ১ জন মাদক সেবী গ্রেফতার।
বিস্তারিত
২৫/৬/২০২৩ খ্রিঃ তারিখ ০১.২৫ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক আয়োজিত সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হেদায়েত উল্লাহ মহোদয় এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন মোহনা সংলগ্ন মেঘনা নদীর কিনারে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ১ জন মাদক সেবিকে সেবনরত অবস্থায় ০১(এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামী-মোহাম্মদ নাজমুল হোসেন (২৮), পিতা-জহিরুল ইসলাম, মাতা-বানেজা বেগম, সা-উত্তর শ্রীরামদী লঞ্চঘাট রোড (বেপারী বাড়ি), থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।