২৩/০৭/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১:০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক জনাব এ,কে,এম দিদারুল আলম মহোদয়ের এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব দক্ষিণ থানাধীন পাটন গ্রামের নায়েরগাঁও বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল খালেক (৪৫) এর দেহ তল্লাশি করে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামি ১) মোঃ আব্দুল খালেক (৪৫) গ্রেফতার
পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা-মৃত মনোয়ারা বেগম
স্থায়ী সাং-সাধারদিয়া (মফাত আলী দালাল বাড়ী), ১৪নং দৌলতপুর ইউপি
থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা। বর্তমান ঠিকানা- নায়েরগাঁও উত্তর বাজার (সওদাগর বাড়ী), টেনু সওদাগরের মেয়ের জামাই ১নং ওয়ার্ড, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউপি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর।
এ বিষয়ে পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
দিনের অপর আরেকটি অভিযানে ১৩.৩০ ঘটিকায় সহকারী পরিচালক জনাব এ,কে,এম দিদারুল আলম মহোদয়ের এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম পাটন গ্রামের নায়েরগাঁও বাজার মিজি বাড়ীস্থ আসামী রাজিয়া বেগম এর নিজ দখলীয় দুই তলা বিশিষ্ট বিল্ডিং এর ২য় তলায় সাত কক্ষ বিশিষ্ট বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি রাজিয়া বেগম (৫৫) এর বসতঘর তল্লাশি করে ৮০০(আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১) রাজিয়া বেগম (৫৫) গ্রেফতার
স্বামী-সফিকুল ইসলাম, পিতা-মৃত আব্দুল আজিজ ভূঁইয়া
সাং-পার্টন (মিজি বাড়ী), ওয়ার্ড নং-০১, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর।
২) মোঃ ডালিম মিয়া (২৫) পলাতক
পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, মাতা-রাজিয়া বেগম,
সাং-পাটন(খলিলের বাড়ী), ওয়ার্ড নং-০১, ইউনিয়ন-নায়েরগাঁও দক্ষিণ, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর।
এ বিষয়ে উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।