শিরোনাম
১৮ আগস্ট, ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর থানাধীন হরিণাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৪কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
১৮/৮/২০২৩ ইং সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম মহোদয়ের সার্বিক তত্বাবধায়ন ও নির্দেশনায় গঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর এর রেইডিং টীম উপপরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন এর নেতৃত্বে অদ্য ১৭.০০ হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপৃর সদর থানাধীন হরিণা ফেরী এলাকায় দিদার এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৪ (চার ) কেজি গাঁজাসহ ২ (দুই) মাদকব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আসামী
১) মোঃ রনি বিশ্বাস (৩৩)১
পিতা- মোঃ ভৈরব আলী বিশ্বাস
সাং- ৬নং চিংড়াখালি ইউনিয়ন, থানা- মোরেলগঞ্জ,জেলা- বাগের হাট।
২। মোঃ সজিব মোল্লা (৩০)
পিতা- পিতা আলাউদ্দিন মোল্লা
সাং-ঐ
থানা- মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাট
এই বিষয়ে উপপরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান চলমান।