১৭/০৭/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক জনাব এ,কে,এম দিদারুল আলম মহোদয়ের সার্বিক তত্বাবধান ও নির্দেশনায় এবং পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন ওয়্যারলেছ বাজারস্থ মায়ের দোয়া স্টোর নামীয় দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ ছাব্বির হোসেন (২১) এর দেহ তল্লাশি করে ০৩ (তিন) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আসামি
১। মোঃ ছাব্বির হোসেন (২১) গ্রেফতার, স্থায়ী সাং-হারিচাইল (মুন্সি বাড়ি), গোহাট উত্তর ইউনিয়ন থানা-কচুয়া, জেলা-চাঁদপুর।
বর্তমান ঠিকানা- মধ্য তরপুরচন্ডি ( ঢালী বাড়ীর হানিফের ভাড়াটিয়া), চাঁদপুর পৌরসভা, ১৩ নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
এ বিষয়ে পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
১১:৩০ ঘটিকায় দিনের অপর আরেকটি অভিযানে উপ পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন মধ্য তরপুরচন্ডী ঢালী বাড়ীস্থ খোকন ঢালী মালিকানাধীন মোঃ মামুন খলিফার ভাড়াকৃত বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ মামুন খলিফা (২৯) এর বসতঘর ও দেহ তল্লাশি করে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামি
১) মোঃ মামুন খলিফা (২৯) গ্রেফতার।
পিতা-মৃত আব্দুল মালেক খলিফা, মাতা-নুরজাহান বেগম স্থায়ী সাং-চান্দ্রা মুন্সিরহাট বদরপুর (দক্ষিন খলিফা বাড়ী), ০৭ নং ওয়ার্ড, সুবিদপুর পশ্চিম ইউপি
থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।
বর্তমান ঠিকানা-মধ্য তরপুরচন্ডী (ঢালী বাড়ী), ১৩ নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
এ বিষয়ে উপ পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।