Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৬/০৭/২০২৫ ডিএনসি চাঁদপুরের অভিযানে চাঁদপুর সদর থানাধীন ৭৫ পিছ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
অদ্য ১৬/০৭/২০২৫ তারিখে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর ।
১) ঘটনার তারিখ- ১৬/০৭/২০২৫খ্রী:।
২) ঘটনার সময়-  ভোর ০৫:১৫ ঘটিকা।
৩) ঘটনাস্থল-চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদি কোরালিয়া গ্রামের গাজী বাড়িস্থ মান্নান গাজী (৩৭) এর দখলীয় বসতঘর ।
৪) বিষয়- মাদকদ্রব্য উদ্ধার যৌথ  অভিযান পরিচালনা ।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- পলি জিপার প্যাকেটে এ্যামিফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৭৫(পচাত্তর) পিস৷ 
৬) আটককৃত ব্যক্তির পরিচয়-
মান্নান গাজী (৩০),
পিতা- মৃত ইউনুস গাজী ,মাতা- সাফিয়া বেগম, সাং- উত্তর শ্রীরামদি,কোড়ালিয়া, (গাজী বাড়ি), ওয়ার্ড নং-০৮,চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাদপুর
৭) গৃহীত আইনগত ব্যবস্থা:-
 চাঁদপুর থানার মামলা নং- (মামলা রুজু প্রক্রিয়া চলমান) তারিখ:১৬/০৭/২৫খ্রি:
বাদী: মো: আহসান হাবীব, পরিদর্শক 'ক' সার্কেল।
বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব জিয়া উর রহমান মহোদয় সহ ২০ জন সেনা সদস্য৷ 
বি:দ্র: আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলমান রয়েছে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/07/2025
আর্কাইভ তারিখ
31/08/2025