সহকারী পরিচালক জনাব মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ১৬ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ শুক্রবার ১১.৩০- ১২.০০ ঘটিকা পর্যন্ত উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী গ্রামের পুরাতন লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী তানিয়া আক্তার প্রঃ পাখি (২২) গ্রেফতার, পিতা-মোঃ আলম, স্বামী-মোঃ লিয়ন হাওলাদার, মাতা-মৃত রাহেলা বেগম।, সাং-মধ্য হারং (সিরাজ ফকির বাড়ী), ০৩নং ওয়ার্ড, চান্দিনা পৌরসভা, থানা-চান্দিনা, জেলা- কুমিল্লা কে ০৪ (চা) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস