শিরোনাম
১৪ আগস্ট, ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর থানাধীন হরিণাঘাট চৌরাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫২(বায়ান্না) কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ (দুই) মাদকব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার।
বিস্তারিত
১৪/৮/২০২৩ ইং সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম মহোদয়ের নেত্বত্বে গঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর এর রেইডিং টীম অদ্য রাত ২০.০০ ঘটিকা হতে ২১.০০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপৃর সদর থানাধীন হরিণাঘাট চৌরাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫২(বায়ান্না) কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ (দুই) মাদকব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আসামী
১) মোঃ মোজাম্মেল হোসেন (২৩),
পিতা- মোঃ খোকন মিয়া
সাং- গ্রাম নুরপুর, লাঙ্গলকোট,কুমিল্লা।
২। মোঃ আল-আমিন (২৭)
পিতা- মৃত জালাল আহমেদ
সাং- তাজের ভোমরা, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
এই বিষয়ে পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান।