Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৩/০৭/২০২৫ ডিএনসি চাঁদপুরের অভিযানে শাহরাস্তি থানাধীন ১০ পিছ ইয়াবা ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চাঁদপুর।
১) ঘটনার তারিখ -১৩/০৭/২০২৫ খ্রি:
২) ঘটনার সময় - ভোর ০৫:০০-০৫:৩০ ঘটিকা।
৩) ঘটনাস্থল -শাহরাস্তি  মডেল থানাধীন  যাদবপুর পূর্বপাড়াস্থ আসামির পশ্চিমমুখী টিনের চৌচালা ছাউনি ও টিনের বেড়াযুক্ত ০১ কক্ষের বসতঘরের ভিতর।
৪)বিষয় - মাদকদ্রব্য উদ্ধার নিয়মিত মামলা রুজু।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণ - একটি পলিথিনে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ১০ পিস। 
৬) আটককৃত ব্যক্তির পরিচয় - মো: বেলায়েত হোসেন(৩০) গ্রেফতার। পিতা : মো: হাসান আহমদ
সাং- যাদবপুর, পূর্ব পাড়া,ডাক্তার বশিরের বাড়ী,০৩ নং ওয়ার্ড, রায়শ্রী উত্তর ইউনিয়ন, 
 থানা - শাহরাস্তি মডেল। জেলা- -চাঁদপুর।
৭) গৃহীত আইনগত ব্যবস্থা- অদ্য ১৩/০৭/২০২৫ তারিখে ইন্সপেক্টর মহোদয় মো: তাজুল ইসলাম আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।






ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/07/2025
আর্কাইভ তারিখ
31/08/2025