মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা কারাগার, চাঁদপুরের উদ্যোগে অদ্য ০৮/০৫/২০২৪ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় চাঁদপুর জেলা কারাগারে মাদক মামলায় আটক কারবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার জনাব ফোরকান ওয়াহিদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব একরামুল ছিদ্দিক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর এবং বিশেষ অতিথি ও প্রধান আলোচক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, চাঁদপুর এবং মোহাম্মদ মুনীর হোসাইন, জেলার, জেলা কারাগার, চাঁদপুর ; জনাব আবু ইউসুফ, ডেপুটি জেলার, জেলা কারাগার, চাঁদপুর প্রমুখ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ মাদক মামলায় আটক কারাবন্দির উদ্যেশ্যে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস